চট্টগ্রাম বাঁশখালীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি


বাঁশখালী প্রতিনিধি: গত ২৩ সেপ্টেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা ১২নং ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজি বাজার ও আব্দুল্লার দোকান এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) এবং বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সোলতানুল আজিম চৌধুরী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন (ছানুবী), ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম এবং বাঁশখালী উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার।

কর্মসূচিতে স্থানীয় বাজার ও বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিএনপি নেতা-পক্ষের কর্মকর্তারা জানান, এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে দলীয় কার্যক্রম ও সরকারের নীতি সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া হবে।


Related posts

চন্দনাইশ বরকল ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সী ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ও রয়েল কনভেশন সেন্টার উদ্যোগে ইফতার মাহফিল

Shahidul Islam

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর ফলকে নাম থাকছে না ড. ইউনূসের

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment