আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা, রেললাইনে মিলল যুবকের লাশ


নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হৃদয়বিদারক ঘটনায় ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর রেললাইন থেকে উদ্ধার হয়েছে মিঠুন দাস (২৭) নামে এক যুবকের লাশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভিপাড়া এলাকার রেললাইন থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন দাশ রাজশাহী জেলার চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের পুত্র।

মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। কখনো এ সিদ্ধান্ত হবে আমি ভাবিনি। এর আগে সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতিটা হতো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ডিসেম্বর মাস থেকে বিপদ পিছু ছাড়ছে না। কোম্পানির তিন লাখ টাকার মতো হারাই ফেলছি। কেউ বিশ্বাসও করবে না। জানি আমার পরিবারটাকে দেখার কেউ নাই। এই মুখ নিয়া মা-বাবাকে কেমনে জানাবো। আমি চলে যাচ্ছি। আমি নিজের চোখে পরিবারটাকে শেষ হতে দেখতে পারিনা। সরকারের কাছে একটা আবেদন। আমার পরিবারটাকে ঋণমুক্ত করেন, বাঁচাই রাখেন। না ভালো স্বামী হতে পারলাম, না ভালো সন্তান। মা-বাবা আমাকে ক্ষমা করে দিও। বিউটিরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। জানি কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে। আমি থাকব না। আমার কাছে যারা টাকা পান তারা আমার পরিবারটারে চাপ দিয়েন না। ওরা দিতে পারবে না। জানি ওরা যদি খবর পায় যে আমি নাই তখন কিছু একটা হয়ে যেতে পারে। সরকারের কাছে আবেদন আমার পরিবারটারে বাচায়েন।

এদিকে তার এই লাইভ চলাকালে অনেকেই তাকে আত্মহত্যার পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ করেন। অনেকে তাকে টাকার ব্যবস্থা করার আশ্বাস দিলেও শেষ পযন্ত সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানতে পারি। পরে তার ফেসবুক লাইভে ঘটনার নেপথ্য কারণ জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর