বান্দরবানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ


ইসমাইল হোসেন, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম চিৎকার চেঁচামেচি করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Related posts

করোনা ভাইরাস: চট্টগ্রামে সংক্রমণ বাড়ছে

Chatgarsangbad.net

চন্দনাইশ বরমায় আনসার ভিডিপির প্রশিক্ষণ সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

আজ থেকে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল শুরু

Chatgarsangbad.net

Leave a Comment