মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু


নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। তিনি মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের পুত্র ও উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় মিরসরাই ইকোনমিক জোন সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে নগরীর পার্ক ভিউ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ীক কাজে নিজ বাড়ি থেকে ইকোনমিক জোনে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অনিয়ন্ত্রিত ট্রাকের পেছনে দুর্ঘটনায় পতিত হন। এতে তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৯ টায় তিনি মারা যান।

 


Related posts

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর নির্বাচিত হলেন এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান

Chatgarsangbad.net

উত্তরায় বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

Mohammad Mustafa Kamal Nejami

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর বিজয় দিবস উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment