আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির যোহরা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩১ আগস্ট রাতে চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ির এলাকার মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

যোহরা আকতার উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ির এলাকার রিকশাচালক মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের ছোট মেয়ে। সে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ আগস্ট রাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী যোহরা আকতার নিজগৃহ পড়ার সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ১লা সেপ্টেম্বর সকালে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর