চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উঠান বৈঠক


আরফাত হোসেন: গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র চন্দনাইশ উপজেলার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট (শনিবার) বিকালে বাদামতল মাসুমা কনভেনশন সেন্টারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাম্মদ হাসান আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইর আরিফ, সাইদুর রহমান, তৈয়ব আলী, আনাস মাহমুদ, ওবায়দুল হাসান ইমন, সাইফুল ইসলাম রাবিব সহ (এনসিপি)’র চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলার আগামী দিনের রাজনীতি কেমন হবে এবং নেতৃত্ব কে দিবেন, তা বেছে নেবেন এ অঞ্চলের জনগণ। সেই ধারাতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের এই উপজেলায় বিভিন্ন ট্যারিস্ট স্পট, ইকোনোমিক জোন এবং প্রযুক্তির মান উন্নয়নের ব্যাপারে আলোচনা ও প্রশ্ন রাখেন চন্দনাইশের তরুণ-প্রবীণরা। তাদের বিশ্বাস, এনসিপি’র হাত ধরেই চন্দনাইশ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার জনগণের জীবনমান উন্নয়ন হবে।


Related posts

ফটিকছড়ি নানুপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চুনতী ১৯দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) এর ট্টগ্রাম শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sohel Taj

জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত

Chatgarsangbad.net

Leave a Comment