আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী শক্তিকে দমিয়ে রাখতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে – শাহজাহান চৌধুরী


 

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে ইসলামী শক্তিকে দমিয়ে রাখার জন্য শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক মহলেও নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মুসলিম জনতার ঈমানী জাগরণ ও ইসলামি আন্দোলনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিশ্ব শক্তিগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করছে।”

গত শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট ইসলামি পাঠাগারের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আজকের যুবসমাজকে বিপথে নিতে নানা ষড়যন্ত্র চলছে। নেশা, জুয়া, অশ্লীলতা ছড়িয়ে দিয়ে ইসলামী চরিত্র নষ্ট করার চেষ্টা হচ্ছে। অথচ কুরআনে আল্লাহ বলেছেন—‘তোমরা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরো এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো।’ তাই আমাদের অবশ্যই ইসলামী আদর্শ আঁকড়ে ধরে চলতে হবে।”

তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “যদি আমরা আল্লাহর দ্বীনের ওপর অটল থাকি এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহকে জীবনে ধারণ করি, তাহলে কোনো ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনকে থামাতে পারবে না। নতুন প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ প্রকৃত অর্থে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত হবে।”

সভায় সেনেরহাট ইসলামী পাঠাগারের সভাপতি আলহাজ্ব শহীদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইরফানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা এমডি জুনায়েদ।

এছাড়া পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ছাবের আহমদ, সাবেক সভাপতি হাফেজ আব্দুর রশিদ, মোহাম্মদ মাইনুদ্দিন, গিয়াস উদ্দিন ও মোহাম্মদ ওবাইদুল্লাহ বক্তব্য রাখেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর