চন্দনাইশে ফাঁস দিয়ে ৬ সন্তানের জননী আত্মহত্যা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দিয়ে রোকসানা আকতার (৪৫) নামে ৬ সন্তানের জননী আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা দারিদ্র্যতা কারণে আত্মহত্যার হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব ছৈয়দাবাদ (রহমানিয়া পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোকসানা আকতার ওই এলাকার আমান উল্লাহ কন্যা। তাঁর স্বামীর নাম তছলিম উদ্দিন। তিনি লক্ষীপুরে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সাথে যোগাযোগ নেই বলে জানা যায়।
মৃত রোকসানা আকতার তিন ছেলে আর তিন মেয়ে সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সকলের অগোচরে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দেয় রোকসানা আকতার। কিছুক্ষণ পর তার মেয়ে কানিজ ঘরে এলে তাঁকে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।


Related posts

উখিয়ায় ফোর মার্ডার: মামলায় বাবুল’রা ৪ সহোদর গ্রেফতার!

Mohammad Mustafa Kamal Nejami

কর্ণফুলীতে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

Mohammad Mustafa Kamal Nejami

বাংলাদেশ স্কাউটস সাতকানিয়ায় ৫ম স্কাউট সমাবেশ ও ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী সম্পন্ন

Shahidul Islam

Leave a Comment