চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ১১


চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ কমেছে। এ সময়ে নতুন ১১ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ৩৩ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে আজ জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও মিরসরাই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৫৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। বেসরকারি ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনায় শহরের ১ ও গ্রামের ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শেভরনে ১৮ জনের নমুনার মধ্যে শহরের একজন করোনায় আক্রান্ত মিলে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৩ নমুনায় শহরের ২ টিতে সংক্রমণ ধরা পড়ে। এছাড়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ও এপিক হেলথ কেয়ারে ৬ টি করে, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পাঁচটি ল্যাবে পরীক্ষিত ৪৫ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এদিন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ২১ দশমিক ০৫ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৮ দশমিক ১৬, শেভরনে ৫ দশমিক ৫৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬৬ দশমিক ৬৬ শতাংশ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।

সূত্র : বাসস


Related posts

বিদেশে ৩শ’ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশের ১০ গার্মেন্টস

Chatgarsangbad.net

পাওনা টাকা দাবি করায় উল্টো থানায় অভিযোগ

Chatgarsangbad.net

সাতকানিয়া বন্যাকবলিত এলাকায় ত্রান দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোতালেব 

Chatgarsangbad.net

Leave a Comment