শব্দদূষণ রোধে চন্দনাইশে মোবাইল কোর্ট অভিযান: হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে দক্ষিণ হাশিমপুর এলাকার এম.এ কাশেম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এলাকায় গাড়ির শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪টি যানবাহন (বাস) এ.কে ট্রাভেলস ও সেন্টমার্টিন ট্রাভেলস এর বাস – শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা ও ঈগল পরিবহন (দুটি বাস) – শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী সাড়ে ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। যানবাহন (বাস) থেকে ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানার একদল পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


Related posts

৫’শ শীতার্তকে ‘দূর্বার তারুণ্য’র শীতবস্ত্র দিলেন চসিক মেয়র

Chatgarsangbad.net

চন্দনাইশের জিহসফকিরপাড়া ও দোহাজারীতে উপজেলা চেয়ারম্যানের অনুদান প্রদান

Chatgarsangbad.net

৭ মাস পালিয়ে ধরা খেলো মাদ্রাসা শিক্ষার্থী হত্যার অভিযুক্ত আসামি

Chatgarsangbad.net

Leave a Comment