আনোয়ারায় গোপন কারখানায় ১১০ লিটার চোলাই মদসহ আটক ২


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: “মাদককে না বলি, আনোয়ারা থেকে মাদক নির্মূল করি”—এমন দৃঢ় অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আনোয়ারা থানা পুলিশ। এর অংশ হিসেবে সম্প্রতি এক গোপন অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রবিবার একান্ত সাক্ষাৎকারে ওসি মনির হোসেন বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। এটি শুধু ব্যক্তির জীবন নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে এই সর্বনাশা থাবা থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের জন্য আনোয়ারায় কোনো জায়গা থাকবে না।

মাদকবিরোধী এই অভিযানের ধারাবাহিকতায় শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় একটি ফসলি জমির মাঝখানে অবস্থিত পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপারের (আনোয়ারা সার্কেল) নেতৃত্বে আনোয়ারা থানার চৌকস দল অভিযানে প্রায় ৫০০ লিটার গাজনকৃত তরল পদার্থ (যা থেকে মদ তৈরি হয়), প্রস্তুত অবস্থায় থাকা ১১০ লিটার দেশীয় চোলাই মদ, মদ তৈরির ড্রাম, পাত্র এবং বিভিন্ন রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। তারা হলেন— উপজেলার দক্ষিণ বারশত ভোলা শাহ ফকিরের বাড়ির মো. জাগিরের পুত্র মো. জামাল (৩৫) এবং একই এলাকার মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি, এলাকায় মাদক ও মদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, আনোয়ারায় মাদক দমন ও প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও সক্রিয় ভূমিকা পালন করছে। একযোগে এসব প্রচেষ্টা চলতে থাকলে মাদকমুক্ত আনোয়ারা গড়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।


Related posts

খাতুনগঞ্জে আইন অমান্যের দায়ে ২ ব্যবসায়ীর শাস্তি

Chatgarsangbad.net

চন্দনাইশের হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক:) হাফেজনগরীর প্রথম ওরশ শরীফ সম্পন্ন

Chatgarsangbad.net

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপি

Shahidul Islam

Leave a Comment