আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলার গাছবাড়িয়া পি পি এস মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইকরামুল হক।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানের চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, গাছবাড়িয়া পি.পি.এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, প্রধান শিক্ষক উত্তম কুমার দেব, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আলম চৌধুরী, অর্থ সস্পাদক মোঃ আমানত হোসেন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সাধারণ সদস্য মোঃ লোকমান হাকিম , শিক্ষক যথাক্রমে অরুন কান্তি দাশ, কৃষ্ণ পদ চক্রবর্তী , নুসরাত হাসমিনা হক চৌধুরী, তারেক হোসেন, ইসিতা দাশ প্রমুখ।

প্রধান অতিথি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সকলকে ভিটাবাড়ির খালি জায়গায় একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর