আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক বিশ্বতানের বর্ষাবরণ উৎসব


আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বর্ষাবরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান গতকাল ৬ আগষ্ট বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তবলাশিল্পী নরেন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন।

এতে উদ্বোধক ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত।সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ ও আন্তর্জাতিক বিশ্বতানের প্রধান উপদেষ্টা নারায়ণ দাশ নারু ও উপদেষ্টা মোহাম্মদ সালাহ্ কাদের লাভলু, প্রধান বক্তা ছিলেন পার্লামেন্ট ফর সেফটি পিস এন্ড জাস্টিসের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তাফা আলম মাসুম।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র অধ্যাপক শিপুল কুমার দে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সহ সভাপতি মোহাম্মদ এসকান্দর ও সেক্রেটারী মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী,চট্টগ্রাম বন্দর মেরিন কনন্ট্রাক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, পিউরিয়া ফুড প্রোডাক্ট, লিঃ এর সহ ব্যবস্হাপা এরশাদ হোসেন,লেখক ও গণমাধ্যমকর্মী কামরুল ইসলাম, আশার আলো মানবিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমান, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল আল মামুন, জনতা বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কিউ.এম.মোসলেহ উদ্দিন
,সংস্কৃতিকর্মী হাজী শহীদুর রহমান (খোকন), ডিজাইনার আলী আহমদ, সংগীত শিল্পী এস,বি সুমি সুফিয়া, মোঃ ইমরান রহমান,.সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ফোরকান রাসেল, আন্তর্জাতিক বিশ্বতান প্রচার সম্পাদক মোঃ মইনুল হাসান অভি, নৃত্যশিল্পী সংগীত ভট্রাচার্য্য ও অনিক চৌধুরী, আন্তর্জাতিক বিশ্বতানের সাধারণ সম্পাদক অর্পণা চৌধুরী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দাশ,সহ সভাপতি ফারহানা আফরোজ,আহ্বায়ক নিভূ সেন,সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া দাশ,সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা ভট্রাচার্য্য,অনুষ্টান উপস্হাপনা করেন উপদেষ্টা আবৃত্তিশিল্পী নাহিদা আক্তার নাজু।সংবর্ধিত গুণীজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ জি.এম.শাহাবুদ্দীন, মুক্তিযোদ্ধা হাসনা মালেক,মুক্তিযোদ্ধা এম.এম.নজরুল ইসলাম,আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক বিশ্বতানের উপদেষ্টা লায়ন জি.এম.সাইদুর রহমান মিন্টু।

এতে একক,দলীয় সঙ্গীত,নৃত্য, কবিতা আবৃত্তি ও হাওয়ান গীটারে অংশ নেন সঙ্গীতশিল্পী মেহেদী হাসান,দোস্ত মোহাম্মদ,এস.বি.সুমী জিয়া উদ্দীন, নিভু সেন,দূর্জয় দাশ,রুনা বড়ুয়া,আলয়া বড়ুয়া,তুষ্টি পাল,অনিক দাশ,ফারহানা,অর্পিতা আইচ,জুয়েল পাল,পলি চৌধুরী,বর্ষা দে,বিথী সিংহ,পুষ্পিতা ভট্টাচার্য, ওম সাহা,আলেয়া বড়ুয়া,দ্বৈতসঙ্গীতে শ্রেয়সী চৌধুরী – অধরা চৌধুরী, অর্পিতা আইচ- অনিক দাশ,নিভু সেন- তুষ্টি পাল,পম্পি দাশ – অধরা চৌধুরী,তুষ্টি পাল – অনিক দাশ, নৃত্যে নৃত্যশিল্পী শ্রেয়সী চৌধুরী,অধরা চৌধুরী,অরুন্ধতী,দলীয় নৃত্যে আনিকা নৃত্যালয়,সঙ্গীতা নৃত্যালয়,কবিতা আবৃত্তি নাহিদা আকতার নাজু, নিহা দাশ,অরুন্ধতী,পুষ্পিতা ভট্টাচার্য,টুম্পা বড়ুয়া প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর