আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পিছনে চলন্ত লরির ধাক্কা, নিহত ১


নিউজ ডেস্ক: মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পিছনে চলন্ত লরির ধাক্কায় লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরি চালক।

বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত লরির হেলপার সাব্বির হোসেন (২০) চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে৷

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, একটি ড্রাম ট্রাক ভোরে গাড়ির ত্রুটিজনিত কারণে সুফিয়ারোড এলাকায় রাস্তার পাশে দাঁড়ালে পেছনে থাকা দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে হেলপার গাড়ির ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আটকে থাকা মরদেহ উদ্ধার করার চেষ্টা চলছে। ক্রেনের আসলে পুরোপুরি উদ্ধার কাজ শেষ হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর