আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈমা আকতার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাঈমা বক্সিমিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে ও রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
রাতে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দেয়। দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply