আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংকারদের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: চট্টগ্রাম পটিয়া উপজেলার বেসরকারি ব্যাংক হতে চাকুরীচ্যুত কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে গঠিত “চাকরিচ্যুত ব্যাংক ফোরাম “এর উদ্যাগে গত ১আগস্ট (শুক্রবার) গণঅধিকার পরিষদের দ:জেলা সভাপতি ডা.এমদাদুল হাসানের সভাপত্বিতে ও পটিয়া পৌর যুবদলের নেতা হাবিবুর রহমান রিপনের সঞ্চলনায় পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এক বিক্কোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,পটিয়া জামায়াতে ইসলামীর সংসদ প্রার্থী ডা.ফরিদুল আলম, পটিয়া গণঅধিকার পরিষদের সংসদপ্রার্থী ডা.এমদাদুল হাসান, পটিয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি সৈয়দ এয়ার মো: পেয়ারু, সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী,প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তরা বলেন,বিনা কারণে, বিনা নোটিশে পটিয়ার হাজার হাজার তরুণ ভাই বোনদের চাকুরী কেড়ে নিয়ে তাদের জিবন তাদের পরিবারকে এক অন্ধকার ভবিষ্যৎ এর দিকে ঠেলে দিয়েছেন বর্তমান ব্যাংক গর্ভণর।তাদের একটাই অপরাধ তারা পটিয়ার সন্তান।পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা পরিবারের সাথে এক অমানবিক আচরণ। মাসুদ সাহেব পটিয়ার বেকার সন্তানদের চাকুরী দিয়ে ১টি অসহায় পরিবারের অন্নযোগানের সুযোগ করে দিয়েছেন আর আপনারা সেই অন্ন কেড়ে নিয়ে অসহায় পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে মানবাধিকার লংঘন করেছেন।অতিসত্বর ছাটাই বন্ধ করুন,চাকরিচ্যুতদের পূনর্বহাল করুন এবং ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে দাড়ান।

আলোচনা ও বিক্ষোভ মিছিলে পটিয়া সর্বস্তরের পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। চাকুরীচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পরিবার পরিজন, রাজনৈতিক ব্যাক্তিবর্গগণ, সমাজিক ব্যবসায়িক নেত্ববৃন্দগণ, ছাত্র সমাজ সকলে উপস্থিত থেকে চাকুরীচ্যুতদের প্রতি উৎসাহ ও সংহতি প্রকাশ করে।

আলোচনা পর্ব শেষ করে সকলের উপস্থিতে এক বিক্ষোভ মিছিল পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে পৌরসভার প্রদান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়স্হ পটিয়া প্রেসক্লাবের সামনে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর