আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁন্দগাও উত্তর মোহরায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে গুলি


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউসুফ।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা বাসায় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অজ্ঞাত একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

এ ঘটনায় ব্যবসায়ীর ঘরের দেয়াল ও আসবাবপত্রে গুলির চিহ্ন স্পষ্ট রয়েছে। এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউসুফের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর