আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআই অনুমোদন ও পণ্যের মোড়কে তথ্য না থাকার অভিযোগে দুইটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
এছাড়া, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী যানবাহন সংশ্লিষ্ট আরও ২,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply