আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার এক্সপ্রেসের বগিচ্যুত বগি উদ্বার


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: ঢাকা গামী কক্সবাজার এক্সপ্রেস২৫জুলাই(শনিবার)দুপুর১২টায়,কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ২৩টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্য ট্রেনটি ছেড়ে যায়। ৩টা৫মি: বোয়ালখালী উপজেলার গোমদন্ডী স্টেশন ছেড়ে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে পৌঁছা মাত্র ট্রেনের শেষ পরিচালকের বগিটির সংযোগস্হলের কাপালিং হুক ভেঙে ট্রেন থেকে বগিচ্যুত হয়ে থেমে যায়। অল্প দুরে মুলট্রেনটিও থেমে যায়।

রেল কন্ট্রোলের সাথে যোগাযোগ করে, কন্ট্রোলের নির্দেশে বগিচ্যুত বগিটি রেখে যাত্রীদের নিয়ে ৩টা ৫০মি:ঢাকার উদ্দেশ্য মুলট্রেনটি ছেড়ে যায়। বগিচ্যুত বগি লাইনে থাকায় রেললাইন অচল হয়ে পড়ে। ফলে ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস ও চট্টগ্রাম -কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস ও চট্টগ্রাম -দোহাজারী রুটের পিডিব(ফার্ণেস অয়েল) চলাচল বন্ধ হয়ে যায়।যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হন।

পাহাড়তলী হতে রিলিফ ট্রেন এসে ৩ঘন্টায় তা উদ্ধার করে রেললাইন স্বাভাবিক করা হয়। শিডিউল থেকে ৩ঘন্টা দেরিতে বন্ধ থাকা ট্রেন চলাচল করে। গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ারুল হক বলেন, বগিটি উদ্ধার করার পর সন্ধ্যা সাড়ে ৬টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর