আলী মর্তুজা খাঁনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খাঁনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় নগরীর বিআরটিসি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির নগর কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান, সাইফু, জহির, আনিস, আলি আক্কাস খান, ইমরান শরিফ, সেলিম, অনিক, জাকির, আসিফ, সানি, রাজিব রাজু, সালাউদ্দিনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, আলী মর্তুজা খাঁন আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হন। তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলোর কারণে পিতার মৃত্যুর পর তিনি পিতার লাশ পর্যন্ত দেখতে আসতে পারেননি। রাষ্ট্রীয় দমন-পীড়নের এমন নির্মমতা সত্ত্বেও তিনি দলের প্রতি নিষ্ঠা ও আস্থাবোধ ধরে রেখেছিলেন।

নেতৃবৃন্দ বলেন, একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের মাধ্যমে এমন একজন ত্যাগী ও নির্যাতিত নেতাকে বহিষ্কার করা শুধু দুঃখজনক নয়, এটি চরম অবিচার। বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার না করা হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র হবে।

এসময় যুবদল ও ছাত্রদলের নেতারাও সমাবেশে সংহতি প্রকাশ করেন এবং দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।


Related posts

ওসিকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে চাকরি হারালেন এএসআই

Chatgarsangbad.net

ডিসেম্বরেই নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Chatgarsangbad.net

মিরসরাইয়ে বিএনপি নেতাকর্মীদের কাছে অবরুদ্ধ গোলাম আকবর

Chatgarsangbad.net

Leave a Comment