নিজস্ব প্রতিবেদক: ইসলামী ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফাহমিদা বেগমকে কক্সবাজারবাসী আবার ও পেতে চান। তিনি কক্সবাজার ইসলামী ফাউন্ডেশন কার্যালয় থেকে দীর্ঘ ৪ বছর পর বদলী হয়ে ৯ জুলাই ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন।
জানা যায়, তিনি বিগত ৪ বছর ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলায় সন্ত্রাস জঙ্গিবাদ দমন, যৌতুক-বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক নির্মূল, সাম্প্রদায়িক সহিংসতা নিরসন ও ইসলামের সঠিক প্রচার এবং প্রসারে সকল মতাদর্শী আলেম-ওলামা, প্রশাসন ও সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে সমন্বয় করে কাজ করে গেছেন।কক্সবাজারবাসী তাঁর প্রচেষ্টার অনেক সুফল ভোগ করে চলেছেন।
হঠাৎ তাঁকে কক্সবাজার জেলা হতে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলী করায় জেলার আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কক্সবাজারের সাধারণ মানুষ, সুশীল সমাজ ও অসংখ্য আলেমগণ তাঁকে আবারো কক্সবাজার জেলায় ফিরে পেতে চায়। তাঁকে চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে কক্সবাজার জেলায় বদলী করার দাবি উঠেছে সর্ব মহলে।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে কর্মরত আবু নোমান মোহাম্মদ মাসুদ রানা জানান, ডিডি জনাব ফাহমিদা বেগম একজন সৎ, দক্ষ, চৌকস ও সহকর্মী বান্ধব অফিসার। আমার দেখামতে
তিনি কক্সবাজার জেলা সকল মতাদর্শের আলেম ওলামার ঐক্যগঠন ও সন্ত্রাস-জঙ্গি মুক্ত জেলাতে পরিণত করতে নিরলস ভাবে পরিশ্রম করে গেছেন। কক্সবাজার জেলাবাসীর জন্য তাকে আবারো প্রয়োজন।
কক্সবাজার জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জনাব হাফেজ মাওলানা ইউনুস ফরাজী বলেন, ডিডি ফাহমিদা বেগম কক্সবাজার থাকাকালীন আমরা সব সময় তার কাছ থেকে বিভিন্ন সেবা ও সহযোগীতা পেয়েছি। তিনি একজন সৎ, দক্ষ, মেধাবী ও আলেম বান্ধব অফিসার ছিলেন। আলেম-ওলামার স্বার্থে তাঁকে কক্সবাজার আবার প্রয়োজন।
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম জানান, ডিডি ফাহমিদা বেগম একজন সৎ, বিচক্ষণ ও জনবান্ধন কর্মকর্তা ছিলেন।
তাকে পুনরায় কক্সবাজারে পদায়ন করার জন্য জোর দাবী জানাচ্ছি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম.জে এ আজাদ জানান, ফাহমিদা একজন মহিলা হলেও কক্সবাজারের মত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজারে তিনি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে অন্যতম ভূমিকা পালন করেন। ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে জনাব ফাহমিদাকে পুনরায় কক্সবাজার জেলায় পদায়ন করা হোক।
Leave a Reply