চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানাকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ জুলাই ) বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্য ও থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মোটর সাইকেল ও ২টি সিএনজিকে অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


Related posts

হুজি নেতা শহীদুল খুনের প্রতিশোধ নিতে কাউন্সিলর টিপুকে কক্সবাজারে এনে হত্যা

Md Maruf

সাতকানিয়া এওচিয়ার কথিত মুক্তিযোদ্ধা শামসুল আলমের বিরুদ্ধে জায়গা আত্মসাৎ’র অভিযোগ

Md Maruf

ফেনীর ছাগলনাইয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান

Md Maruf

Leave a Comment