আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দগাঁওয়ে শতবর্ষী পুকুর ভরাট, স্থানীয়দের লিখিত অভিযোগ


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করা হচ্ছে। ১৬ শতক আয়তনের পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে গতকাল বুধবার লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, চান্দগাঁও মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা সেলিমার বাড়ির এলাকার শতবর্ষী পুকুরটি কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি ভরাটের কাজ শুরু করেছে। এলাকার লোকজনের ব্যবহার ছাড়াও আশপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ওই পুকুরের পানিই আগুন নেভানোর কাজে একমাত্র ভরসা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জনৈক নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, মুন্না, কামাল উদ্দিন ও সৈয়দুল হক কয়েকদিন আগে পুকুরের মাঝখানে বাঁশের খুঁটি দেয়। এরপর বস্তাভর্তি মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। এলাকার লোকজন বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উল্টো হুমকি দেয়।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মনির হোসেন জানান, পুকুর ভরাটের বিষয়ে যে অভিযোগ দেয়া হয়েছে তা আমরা সরেজমিনে দেখে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেবো।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর