আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুচিয়া রাধামাধব সেবাশ্রমে রথযাত্রা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: যথাযথ ধর্মীয় মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনায় বহুভক্তের সমাগমের মধ্যদিয়ে চন্দনাইশের ঐতিহ্যবাহী সুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। এ উপলক্ষ্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের বিভিন্ন পূজা-অর্চনা করা হয়। এছাড়াও গীতা পাঠ, আলোচনা সভা ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুশৃঙ্খলভাবে রথযাত্রা শুরু হয়। তবে সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি সাথী কমিউনিটি সেন্টারের সামনে গেলে সড়কের উপরদিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে রথাসন লাগে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়, এতে আহত হয় ৭জন৷ তবে বড় কোন দূর্ঘটনা হয়নি। তারা চন্দনাইশ উপজেলা হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসা নেয়।

ডায়াবেটিস রোগাক্রান্ত হওয়ায় সুধন দত্ত এখনো চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসা নিয়ে বাসা বাড়িতে ফিরেছেন উজ্জ্বল মহাজন, দীপ দে, সৌরভ শীল, অপুর্ব মজুমদার, সুজন, কেশব প্রমুখ। তারা মোটামুটি এখন হয়েছেন বলে নিশ্চিত করেছেন আয়োজন কমিটির সদস্য বিপ্লব চৌধুরী।
রথযাত্রাকালে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান পরিদর্শন করেছেন এবং পুলিশের একটি টিম সার্বক্ষণিক ছিল। পরে শান্তিপূর্ণভাবে রথ নিয়মানুযায়ী ডা. অর্চনা ভট্টাচার্য্যের বাড়িতে রাখা হয়।

অনুষ্ঠানমালায় সার্বিক দায়িত্ব পালন করতে দেখা যায়- বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য্য, রূপক বৈদ্য, মৃদুল বৈদ্য, উত্তম ঘোষ, বিকাশ শীল, উজ্জ্বল দেব, ইউপি সদস্য প্রিয়ব্রত চৌধুরী তনু, দোলন দেব, বিপ্লব চৌধুরী, পলাশ ভট্টাচার্য্য প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর