প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে বিশ্ব পরিবেশ দিবস যথাযথ মর্যাদায় লালিত হয়। এবারের প্রতিপাদ্য—‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়।
উক্ত পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। পরে বর্ণাঢ্য এক রেলি বের হয়ে হয়ে উপজেলা প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। রেলিতে, ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এ ছাত্র,ছাত্রী বৃন্দ।
এসময় বক্তারা পরিবেশ রক্ষা সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন দিবসটি পালন করে আসছে। ১৯৭২ সালের মানবিক পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এটি পালন করা হয়।
Leave a Reply