২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশীষ কুমার বড়ুয়া-এর বিদায় উপলক্ষে বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষক জনাব আশীষ কুমার বড়ুয়া-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল বাশার ওমর ফারুক।
উত্তর সাতকানিয়া হরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ইনস্ট্রাক্টর বি.এম. আশিক বিন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নুরুল আমিন কাজেমী, হোসনে আরা বেগম, উত্তম কুমার চক্রবর্তী, লাকী দাশ গুপ্তা, সৈয়দ মোঃ ইয়াহিয়া, শাহ আলম, সরকারী শিক্ষক বানী প্রভা বড়ুয়া, হাছান, দিদার, রাসেল, ফওজিয়া, অফিস সহকারী শাহ জালাল, রুবেল ও অত্রপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “এই বিদ্যালয় শুধু কর্মস্থল নয়, আমার জীবনের একটি বড় অংশ।” উপস্থিত সকলে আবেগময় পরিবেশে তাকে বিদায় জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা ও উপহার প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply