আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, বেকারিকে জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় অনিক ফুড বেকারিকে ১৫ হাজার টাকা এবং A1 ফুড কনফেকশনারি আ্যন্ড সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির মালিক জরিমানার টাকা নগদ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।

বুধবার (২৫ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলার বৈলতলী ও বাগিচারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর