আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৯ লাখ টাকার চেক বিতরণ


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উপ-বন সংরক্ষক আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ এবং বন বিভাগের জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

উপ-বন সংরক্ষক আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন,বনের পরিধি দিন দিন কমে যাওয়ায় খাদ্যের অভাবে বন্য হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে, যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগ নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।”

তিনি আরও জানান, এবারে আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৮৪ জনকে মোট ২৯ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরে উপজেলায় সর্বমোট ৭৩ লাখ ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

এই সহায়তা বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সহাবস্থান নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জীবনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর