আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু


নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নুরুল আলম বাবুল (৪৫) জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার মৃত ইসহাকের ছেলে। গুলিবিদ্ধ তার ভাই মোহাম্মদ হাসান (৩৫) চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়ির সামনে ১০-১২ জনের একদল ডাকাতের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয় নুরুল আলম বাবুল ও তার ভাই। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রাত ১০টার দিকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করছেন, পাহাড়ে থাকা কিছু অস্ত্রধারী গোষ্ঠী ও অপরাধচক্র রোহিঙ্গাদের ব্যবহার করে অপহরণ ও ডাকাতিতে লিপ্ত হচ্ছে। প্রশাসনের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি না থাকায় এসব সন্ত্রাসী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহতের পরিবার এবং এলাকাবাসী এই ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা পাহাড়ি এলাকায় রাতভর টহল ও নিয়মিত অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর