খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস গভীর খাদে, আহত ৯


নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়েছে। এতে অন্তত ৯ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার(২৪ জুন) ভোর সকাল সাড়ে ৫টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল।

আহতরা হলেন- নজরুল ইসলাম, তানিয়া, হাজেরা বেগম, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম, মো. ইব্রাহিম, বাসের হেলপার রমজান আলী ও সুপার ভাইজার আজাদ।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এক পর্যায়ে বাসটি রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘুমের ঘোরে বাস চালাচ্ছিলেন চালক।

মো. ইব্রাহিম নামে এক আহত যাত্রী বলেন, বাসটি শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা হতে বেঁচে যায়। যাত্রীরা চালককে বারবার সতর্ক করলেও তিনি শুনেননি।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। বাসচালক পলাতক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


Related posts

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

Chatgarsangbad.net

ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার

Chatgarsangbad.net

চন্দনাইশে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজিমউদ্দিনের মতবিনিময়

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment