চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, বেকারিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মায়ের দোয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির মালিক জরিমানার টাকা নগদ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।

রবিবার (২২ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানার একদল পুলিশ, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।


Related posts

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন আরেফীন মাওলানা সৈয়দ মোহাম্মদ আরিফুল হাই (কঃ) এর ইন্তেকাল

Mohammad Mustafa Kamal Nejami

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment