আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২২ জুন রোববার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, কলেজ গভর্নিং বডির সদস্য মো. আবুল হাসেম, ডা. লোকমান হাকিম ও মো. জসীম উদ্দীন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মো. খালেদুর রহমান (অর্থনীতি বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল মনসুর (ফিন্যান্স) ও অধ্যাপক জেব-উন-নেসা (ব্যবস্থাপনা)।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. জসীম উদ্দীন চৌধুরী (রাষ্ট্রবিজ্ঞান), অধ্যাপক মুজিবুল হক চৌধুরী (হিসাববিজ্ঞান), অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী (মানবসম্পদ ব্যবস্থাপনা), অধ্যাপক আনিসুল মালেক (কম্পিউটার), অধ্যাপক মোহাম্মদ আলী (ব্যবস্থপনা বিভাগ), অধ্যাপক মোহাং আবু তৈয়ব (জীববিজ্ঞান বিভাগ), অধ্যাপক মোশাররফ হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), অধ্যাপক সাকিল আহমেদ (দর্শন), শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মাহমুদুর রহমান (শরীর চর্চা), শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কাজী সুমাইয়া সিদ্দিকী প্রমি, ফাইজুন্নেসা রিয়া, সাদিয়া সুলতানা, হৃদয় চক্রবর্তী, আসাদুজ্জামান সোহান, এস এম সাকিব, শিফা আকতার, মারজানা কবির, রাওয়া বিনতে নুর প্রমুখ।

বক্তারা বলেন- শিক্ষার্থীদের প্রধান কাজ অধ্যয়ন। কোন অবস্থাতেই অবহেলা করা যাবে না। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যক্তিকে সম্মানিত ও জাতিকে উন্নত করে। শিক্ষার্থীদের সময় উপযোগী মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর