আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কারিতাসের বিশ্ব পরিবেশ দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে বেসরকারি সেবা ও উন্নয়ন সংগঠন “কারিতাস বাংলাদেশ”এর উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়। “প্লাস্টিক দূষণের অবসান” প্রতিপাদ্য বিষয়ে শুক্রবার (২০ জুন ২০২৫) কারিতাস চট্টগ্রাম অঞ্চলের চন্দনাইশ এরিয়া অফিসে দিবসটি পালিত হয়। একই দিন সপ্তাহব্যাপী ‘লদ্যাতু সী উইক-২০২৫ উপলক্ষ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করে কারিতাস।

এতে সংগঠনের সকল স্তরের কর্মী-কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কারিতাসের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বিশেষ অতিথি আঞ্চলিক ব্যবস্থাপক মৃণাল কান্তি দেবনাথ, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। এতে সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার শ্যামল চন্দ্র মজুমদার।

এরিয়া ম্যানেজার শ্যামল চন্দ্র মজুমদারের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কারিতাসের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ভিনসেন্ট ত্রিপুরা, মংমং সিং মার্মা, কৃষ্ণা চক্রবর্তী, মনোয়ারা বেগম, সাথী বড়ুয়া, জসিন্তা দাশ, ক্রানুপ্রু মার্মা, শামসুন্নাহার বেগম, শেফালী বড়ুয়া, রিংকু চৌধুরী, আব্দুল করিম, দোলন দাশ, হাসান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মার্সেল রতন গুদা বলেন- বায়ু, মাটি এবং পানির উৎসকে দূষিত করে, গাছপালা ধ্বংস করে, উদ্ভিদ এবং বন্যপ্রাণির বাসস্থান বা বাস্তুসংস্থান ধ্বংস করে তাদের বিলুপ্তি ঘটায় এমন কোন কাজে কারিতাস জড়িত বা অবদান রাখবে না। কারিতাস বাংলাদেশ কর্তৃক প্রণীত “পরিবেশ নীতি-২০২৩” বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- অফিস পর্যায়ে অতিরিক্ত প্লাস্টিকের প্যাকেজিং এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পানির বোতল ব্যবহার না করা, খাবার নষ্ট না করা এবং পরিবেশের ক্ষতি করে এমন অভ্যাসগুলো প্রচার বা জড়িত না থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি মৃণাল কান্তি দেবনাথ বলেন- মানব সমাজ আজ পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে। ধরিত্রীকে বাঁচাতে হলে প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে হবে।

মো. নূরুল হক চৌধুরী, বলেন, দেশে নির্বিচারে বন উজাড় করা হচ্ছে, পাহাড় কাটাও থেমে নেই। প্রশাসনের নজর এড়িয়ে এসব পাহাড় কাটা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ অবস্থা চলতে থাকলে বন এবং পাহাড় আর অবশিষ্ট থাকবে না। বন্য প্রাণি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। তাই পরিবেশ সুরক্ষায় প্রশাসনের দৃশ্যমান তৎপরতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি আহ্বান জানান।

সৈয়দ শিবলী ছাদেক কফিল বলেন- পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করলে বনের পশু লোকালয়ে চলে আসবে। পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের বেঁচে থাকা কঠিন হবে।
পরে কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর