চট্টগ্রাম

মা’আরিফুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার হিফজ সমাপনী ছবক অনুষ্ঠান সম্পন্ন


মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী পৌরসভার মা’আরিফুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার হিফজ বিভাগের হিফজ সমাপ্তকারী ছাত্র মো.সাইফুল ইসলামের সমাপনী ছবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।বুধবার(২৮সেপ্টেম্বর) জোহরের নামাজের পর পৌরসভার শাহ জালাল পাড়াস্থা মাদরাসার হল রুমে ইছাপুর ফয়জিয়া মাদরাসার কেরাত বিভাগীয় প্রধান কারী আবদুল মালেক সমাপনী ছবক শুনেন। এসময় মাদরাসার পরিচালক সাংবাদিক হাফেজ মাহমুদ আল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক যায়যায় দিন এর হাটহাজারী প্রতিনিধি মো.বোরহান,জনবাণী হাটহাজারী প্রতিনিধি মো.আবু নোমান, নয়া শতাব্দী হাটহাজারী প্রতিনিধি মো.শোয়াইব, শিক্ষক হাফেজ মো.রায়হান,হাফেজ রাশেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,সকল অভিবাক,ছাত্র সহ স্থানীয় ব্যক্তিবর্গবৃন্ধ।

বক্তারা বক্তব্যে ছাত্রদের শিক্ষামূলক উপদেশ ,হাফেজে কুরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করেন, কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন, হালাল কে হালাল, হারাম কে হারাম মেনে চলার উপদেশ দেন, কোমলমতি শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান করতে হবে।অতিরিক্ত শাসনে ছাত্ররা নষ্ট হয়েছে। তাই আদর্শ সন্তান তৈরী করতে ছাত্রদের আদর যত্নে লেখাপড়া করাতে হবে।পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।


Related posts

শনিবারের চন্দনাইশ সমিতি-ঢাকার মিলনমেলা হবে ২২ ফেব্রুয়ারি

Chatgarsangbad.net

ডিসি পার্কে চন্দনাইশ শিল্পকলার পরিবেশনা

Chatgarsangbad.net

শরীফের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment