নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে দীঘিনালা ফায়ার সার্ভিস জানিয়েছে। নিখোঁজ আরিয়ান ওই এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাহিনুর বেগম (৫৫) বলেন, “আমি কিছুটা দূরে লাকড়ি কুড়াচ্ছিলাম। হঠাৎ দেখি পানিতে একটি ছেলে হাত নাড়ছে, তার এক হাতে লাকড়ি ধরার জন্য ব্যবহৃত নংকর বাঁধা ছিল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওর মাকে খবর দেই।”
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তবে শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য রাঙামাটি থেকে ডুবুরি দল তলব করা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান পুরোদমে শুরু হবে।”
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply