মহেশখালীতে গভীর রাতে চিংড়ি ঘেরে ডাকাতি ৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট, গুলিবিদ্ধসহ আহত-৪


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি কক্সবাজার।।কক্সবাজারের মহেশখালীতে আইল্লা ঘোনা নামের চিংড়ি ঘেরে রাতের আধারে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে মাছ,জালসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় চিংড়ি ঘেরের শ্রমিক ও কেরানী সহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলম (৫৫) এর অবস্থা আশংকাজনক। বুধবার (১১ জুন) গভীর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আইল্লা ঘোনা চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলম হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার ৯ নং ওয়াড়ের মৃত আমীর গোলালের ছেলে।ঘটনার বিবরণ ও আহতরা জানান, বুধবার (১১ জুন) রাত ৩ টা ২০ মিনিটের সময় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলের মালিকানাধীন আইল্লা ঘোনা চিংড়ি ঘেরে ২০/২৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী ব্যাপক হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি বর্ষন করে মাছ,জালসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় চিংড়ি ঘেরের শ্রমিক ও কেরানীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা হলেন,কেরানী ড্রাইভার জাফর আলম, শ্রমিক শুক্কুর,সারওয়ার ও ফারুক। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে গুলিবিদ্ধ কেরানী ড্রাইভার জাফর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলায় ৮ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ ব্যাপারে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা যায়।


Related posts

চন্দনাইশে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জেসিকা গ্রুপের এমডি জসিম উদ্দীন আহমেদ

Chatgarsangbad.net

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা

Chatgarsangbad.net

‘সীমিত জনবল নিয়ে চট্টগ্রামে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’

Chatgarsangbad.net

Leave a Comment