‘আমরাই বড় মাফিয়া’—বিতর্কিত বক্তব্যে এনসিপির সেই নেতাকে শোকজ


আনোয়ারা প্রতিনিধি: ‘বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই’, চট্টগ্রামে এমন বক্তব্য দেওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে ওই নেতাকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, গত ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। জনপরিসরে এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

প্রসঙ্গত, গত ৯ জুন দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলবো, বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।’

তিনি বলেন, ‘কেউ যদি আবার জাবেদ হতে চায় (সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী), আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেবো। এক্ষেত্রে সংখ্যা চিন্তা করার দরকার নেই। ১৮ জুলাই আমরা ২০-২৫ জন শাহ আমানত সেতু ব্লক করি। এমন কম সংখ্যক ছাত্র–জনতা নিয়ে যদি আমরা আনোয়ারা-কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি তাহলে এখন কেন পারবো না।’


Related posts

৪ হাজার ইয়াবা সহ মাদক কারবারি আইয়ুব আলী ঢাকায় গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

সাতকানিয়ায় ৭ বসতঘর ভস্মীভূত

Chatgarsangbad.net

আনোয়ারায় টাকার বিরোধে মাদক ব্যবসায়ী খুন

Chatgarsangbad.net

Leave a Comment