আনোয়ারায় মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে জরিমানা


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পরিচালিত এই অভিযানে মসলা বাজারসহ মুদির দোকানসমূহ তদারকি করা হয়।

অভিযানে দেখা যায়, বেশ কিছু মুদির দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এতে ভোক্তাদের অধিকার লঙ্ঘিত হওয়ায় দুইটি মুদির দোকানকে সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে জরিমানা করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীকে যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে।


Related posts

মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই গোলাম কিবরিয়া

Shahidul Islam

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

Chatgarsangbad.net

ভাসানচর থেকে পালানোর সময় কোস্টগার্ডের হাতে আটক ২৪ রোহিঙ্গা

Chatgarsangbad.net

Leave a Comment