দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়


নিউজ ডেস্ক: দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আজ বুধবার (২৮ মে) সন্ধ্যার পর জানা যাবে। এদিন হিজরি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। পরে কমিটি ঈদুল আজহার দিন জানিয়ে দেবে।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

এদিকে, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ওমানসহ অনেক মুসলিমপ্রধান দেশে গতকাল মঙ্গলবার (২৭ মে) হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেসব দেশে এই মাস শুরু হয়েছে বুধবার। এ হিসাবে দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন।

 


Related posts

জনগণের ‘সকল প্রত্যাশার কেন্দ্রবিন্দু’ জাতীয় সংসদ: রাষ্ট্রপতি

Chatgarsangbad.net

বিমান বন্দরের শেখ হাসিনা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Chatgarsangbad.net

রাইফার মৃত্যুর মামলায় বিচার শুরু

Chatgarsangbad.net

Leave a Comment