আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাংগুনিয়ায় শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধারণ সদস্য সম্মেলন অনুষ্ঠিত


মীর জাহেদ,রাঙ্গুনিয়া(চট্রগ্রাম) প্রতিনিধি >>> 

চট্টগ্রাম রাংগুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধারণ সদস্য সম্মেলন-২০২৫ ইং (২৫ মে) রবিবার স্হানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।রাংগুনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মুহাম্মদ রাশেদুল আলম’র সভাপতিত্বে,উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি,জনাব মুহাম্মদ জসীমউদ্দিন আজাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সুন্দর পৃথিবীর রূপ-লাবণ্যতায় শ্রমিকদের কৃতিত্বই অগ্রগণ্য। কিন্তু শত আক্ষেপ! সভ্যতার কারিগর এ শ্রেণীটি সর্বদাই উপেক্ষিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত। উদয়াস্ত উষ্ণ ঘামের স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে খেটে যে শ্রমিক তার মালিকের অর্থযন্ত্রটি সচল রাখে, সেই মালিকেরই অবিচারে শ্রমিকদের অচল জীবনটি আরো দুর্বিষহ হয়ে ওঠে। হাদীসের বিবৃতি দিয়ে তিনি বলেন, “যদি শ্রমিক তার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে, তাহলে তার জন্য রাসূলুল্লাহ (সা:) দ্বিগুণ পুরস্কারের কথা ঘোষণা করে বলেন,তিন শ্রেণীর লোকের দ্বিগুণ ছওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণী হ’ল- ঐ শ্রমিক যে নিজের মালিকের হক্ব আদায় করে এবং আল্লাহর হক্বও আদায় করে।এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাংগুনিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর জনাব মাওলানা হাসান মুরাদ।তিনি বলেন, ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করার কথা বলে। মহানবী (সা.) সমাজের সবচেয়ে নিপীড়িত ও অবহেলিত এই শ্রেণির প্রতি মানবিক হওয়ার গুরুত্বারোপ করেছেন।শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম বদ্ধপরিকর। আর একজন শ্রমিকের সবচেয়ে বড় অধিকার বা দাবী হল,তার শ্রমের যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করা। এজন্য রাসূলুল্লাহ (সা) এরশাদ করেছেন,”তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।সেক্রেটারি মুহাম্মদ এরশাদ চৌধুরীর সঞ্চালনায়, বিশেষ  অতিথি ছিলেন,রাংগুনিয়া আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ আবু নাফিস,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাংগুনিয়া উপজেলার সাবেক সভাপতি ইন্জিনিয়ার মুহাম্মদ আবু তালেব, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ সওদাগর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নূরুল আবছার, উপজেলা কোষাধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান রাজু, লালানগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম তালুকদার,পদুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল উদ্দিন সওদাগর, কোদালা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন,পৌর সেক্রেটারি নিজাম উদ্দিন, হোসনাবাদ ইউনিয়ন সেক্রেটারি হাজী মুহাম্মদ রফিকুল ইসলাম,হাজী মুহাম্মদ ইব্রাহিম প্রমুখসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর