চন্দনাইশে গ্রাম আদালত বিষয়ক সভা


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-র আওতায় দ্বিমাসিক সমন্বয় সভা ২৬ মে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সভায় ৮টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ৩টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জানে আলম।

বক্তারা বলেন, অল্প সময়ে ও কম খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হলো গ্রাম আদালত। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধান করা গেলে উচ্চ আদালতের মামলার চাপ কমবে এবং জনগনের ন্যায় বিচার প্রাপ্তি সহজ হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে এখনও অধিকাংশ সাধারণ মানুষ অবহিত নন। ফলে তারা গ্রাম আদালতের সেবা নিতে আসেনা। এ সমস্যা সমাধানে সরকারি সেবা সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এজন্য প্রতিটি ইউনিয়নের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক প্রচারনা কার্যক্রম গ্রহণ করতে হবে। “গ্রাম আদালতকে সক্রিয় করতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি।


Related posts

তারেক রহমান-সালাহউদ্দিনসহ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের

Mohammad Mustafa Kamal Nejami

লামা উপজেলায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে হত্যা

Chatgarsangbad.net

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে সাংবাদিকদের মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment