আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া থেকে বটতলী যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের শিকার হয়েছেন আবদুর রহমান (৪০) নামের এক ব্যক্তি।

রবিবার (২৫ মে) মাগরিবের সময় হাজারি খাল স্পটের আগে দুর্বৃত্তরা তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে এ হামলা চালায়।

আহত আবদুর রহমান আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধইয়া মাঝির বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমরান মাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবদুর রহমানকে পরিকল্পিতভাবে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়েছে।”

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি এই মাত্র আপনার কাছ থেকে শুনলাম। আমি এখনই খোঁজ নিচ্ছি।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর