বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মাজার পয়েন্ট ব্রীজ সংলগ্ন হযরত শাহ সূফী মাওলানা কাজী আবদুর রহমান শাহ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার ও ওরশ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে ওরশ শরীফ ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (শুক্রবার) বাদে মাগরিব হতে মাজার শরীফ প্রাঙ্গণে এ ওরশ শরীফ ও ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিলের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নীয়া সৈয়দাবাদ’র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, বিশেষ বক্তা ছিলেন খুনিয়া পাড়া হযরত আফজল সিকদার (রহঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মুহাম্মদ আবুল কালাম, গাজী আলাউদ্দিন শাহ, ইদ্রীস সওদাগর, মো. ফাহিম, মো. জিহান, মো. সেলিম, মো. বেলাল, মো. রিয়াদ, মো. হান্নান প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply