বিশ্ব জীববৈচিত্র্য রক্ষা দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারে সাতকানিয়া সাংবাদিক সমিতির উদ্যোগে র্যালি ও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় কক্সবাজার শহরের সুগন্ধ্যা পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, “জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত। বনাঞ্চল ধ্বংস, জলবায়ু পরিবর্তন, অতিমাত্রায় প্রাণী শিকার এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবীর জীববৈচিত্র্য হুমকির মুখে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা সৃষ্টি ও জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”
এ সময় সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলাম, নুরুল ইসলাম সবুজ,মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Leave a Reply