চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ পথচারী নিহত


নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গভীর রাতে ঢাকাগামী আইকনিক নামের এক যাত্রীবাহী বাসের ধাক্কায় দারোয়ান ও অপর এক পথচারী নিহত হয়েছে।

নিহত দুইজন হলো আব্দুল মালেক (৩৫) ও জাফর আলম (৫৫) নামে এক দারোয়ান।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়- রবিবার (১৮ মে) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন- এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


Related posts

ফটিকছড়িতে শোক দিবসের নামে নাশকতা করার সুযোগ দেয়া হবে না-জহির আজম

Chatgarsangbad.net

আজ বিশ্ব রেঞ্জার দিবস

Chatgarsangbad.net

পতেঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের বস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment