শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলার উদ্যোগে হাজ্বীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় দেশের ঐতিহ্যবাহী হাজীদের সেবা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলার উদ্যোগে হাজ্বীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা, প্রীতি সম্মিলন ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ মে ২০২৫ ইং সকাল ১০ টায় নগরীর চট্টগ্রাম চন্দনপুরাস্থ “সাফা আর্কেড কনভেনশন” হলে “শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলসে”র চেয়ারম্যান এ.টি.এম রশিদ উদ্দীন (শাহীন) এর সভাপতিত্বে আমানউল্লাহ আমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটানারি বিশ্ববিদ্যালয় এর প্রো-ভিসি প্রফেসর ড.এ,কে, এম সাইফুদ্দীন,
স্বাগত বক্তব্য রাখেন কাফেলার পরিচালক আলহাজ্ব এস, এম আজম খান।
সভায় আলোচকরা বলেন দুনিয়ার মোহমায়া ত্যাগ করে পরম মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছেন তাঁরাই হজ্জের পূর্ণতা লাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছেন। শাহ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলার হজ্জযাত্রা পবিত্র মক্ক শরীফ দিয়ে শুরু করে নবী করিম সাল্লালাহু আলাইহিসালামের রওজা মোবারক জিয়ারত হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাতিকতা রয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবারে গারাংগিয়ার অন্যতম খলিফা হাফেজ ক্বারী মুহাম্মদ আবদুল মাবুদ হুজুর।
কাফেলার চেয়ারম্যান বলেন অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা প্রতিষ্ঠা করেছি। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে দীর্ঘ পথ পর্দাপণ করেছে। এ,টি,এম রশিদ উদ্দীন (শাহীন) বলেন, কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং উপদেশ দিয়ে শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলাকে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের,
প্রফেসর ড. আহসানুল আলম পারভেজ সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জনাব আবদুল মোনায়েম
প্রফেসর ড. এ,কে,এম ফজলুল হক প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা বি.এম মফিজুর রহমান আযহারী, বায়তুশ শরফ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ,মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী,
মাওলানা মুহাম্মদ ইমরান সাইয়েদ।
এতে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারের সাবেক সেক্রেটারি এ্যাডভোকেট এ,এস,এম বজলুর রশিদ মিন্টু, সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমদুল হক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আবদুল মন্নান, সেক্রেটারি মুহাম্মদ আবুল মনসুর, সাবেক সেক্রেটারি আলহাজ্ব আহমেদ হোছাইন,
তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার সাহেব, সেক্রেটারি মুহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল খালেক, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ কাফেলার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মিলন শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে সহস্রাধিক মেহমানদেরকে আপ্যায়ন করা হয়
চা-সংবাদ২৪.কম/এস.টি
Leave a Reply