আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চিড়িয়াখানার ফটকের দেয়ালধসে আহত ৫


নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফয়’স লেক এলাকায় চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ধসে ৫ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশন সূত্রে জানা যায়, রাতে চিড়িয়াখানার প্রধান গেইটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

এ সময় ছাদ ও পাশের দেয়াল ধসে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর