চাটগাঁর সংবাদ ডেস্ক: ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে ফিরছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী। কিন্তু অজান্তে টাকাসহ ব্যাগটা পথে পড়ে যায়। রবি চৌধুরী গাড়িতে উঠে ফিরে যাচ্ছিলেন নিজ গন্তব্যে। টাকার ব্যাগটি পড়ে থাকে পথে।
এমন সময় পিছন থেকে রবি ভাই দাঁড়ান’ বলে একটি ডাক৷ শুনতে পান। থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখেন একটি ছেলে ব্যাংক থেকে সদ্য উত্তোলন করা টাকাও ব্যাগটি নিয়ে দাঁড়ানো। রবি চৌধুরী তো নিজের ব্যাগ ওই যুবকের হাতে দেখে অবাক। আপনার ব্যাগটা পড়ে গেছে। আমি পেয়েছি, ধরেন। রবি চৌধুরী তো অবাক। এই যান্ত্রিক জীবনে এমন মানুষও তাহলে আছে।
টাকা পেয়ে মহাখুশি রবি চৌধুরী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন,
“এই ছেলেটার নাম রাজু চৌধুরী। আমার এই ব্যাগটাতে ছিল তিন লক্ষ টাকা। টাকা সহ ব্যাগটা ফেরত দিলেন। তার মা নাকি আমার খুব ভক্ত। দেশে এখনো সৎ মানুষ আছে। আমি যতদিন বেঁচে থাকি। এই ছেলেটার কথা আমার মনে থাকবে। রামপুরা ব্রাঞ্চ সোনালী ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করেছিলাম। দোকান থেকে পানি কিনতে গিয়ে গাড়িতে ওঠার আগে ব্যাগটা পড়ে যায়। তাকে কি দিয়েছি সেটা আর বলবো না। তবে তার পাশে আমি আজীবন থাকবো। আমাদের দেশে সৎ মানুষের খুবই অভাব। চারিদিকে দুমুখো মানুষ। সৎ থাকুন ভালো থাকুন। আপনি যদি ভাল মানুষ হন। আপনার টাকা হারালেও পাবেন। এবং আপনার ক্ষতি কেউ করতে পারবে না। থ্যাংকস টু আল্লাহ।”
Leave a Reply