আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঁউত ভালা লার বেজ্ঞুনরে দেখি: ড. ইউনূস


চাটগাঁর সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ আট বছর পর নিজ পৈতৃক গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়ায় এসে আপ্লুত হয়েছেন। বুধবার (১৪ মে) বিকেলে গ্রামের বাড়িতে পৌঁছে পারিবারিক কবরস্থান জিয়ারতের পর মঞ্চে উঠে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আসসালামু আলাইকুম। বঁউত ভালা লার বেজ্ঞুনরে দেখি। বঁউত দিন বাদে এন্ডে আইলম।”

প্রধান উপদেষ্টার এই আকস্মিক আন্তরিক সম্ভাষণে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত এলাকাবাসী। বিকেল পাঁচটার দিকে ড. ইউনূস তাঁর পৈতৃক বাড়িতে পৌঁছে প্রথমে পারিবারিক কবরস্থানে শায়িত দাদা-দাদি ও স্বজনদের কবর জিয়ারত করেন। পরে কবরস্থান সংলগ্ন মঞ্চে উঠে প্রায় চার মিনিট চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছোড বেলাত এডেই আছিলম। ছোড বেলার বেক ছবি মাথার ভেতর রই গেইয়িগুই। এডে বটগাছ তলে হাট বইচতো, হাডত আইচতেম। ছোড বেলাল একজনরে একজনে ঠাট্টা গরি কইতেম ‘আবদুর রশিদ টেন্ডলর ঠাট নজুমিয়ার হাট, দুল মিয়ের জালাবারি ফোরক মিয়ার মটরগাড়ি’।”

ড. ইউনূস জানান, তিনি গ্রামের ‘মাইজন্যা ইস্কুলে’ (সম্ভবত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়) তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তাঁর বাবা প্রয়াত হাজী দুলা মিয়া সওদাগর তাঁকে চট্টগ্রাম শহরে নিয়ে স্কুলে ভর্তি করে দেন।

গ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, “নজু মিয়ার হাট শহর হই গিয়ে, শহর বিলাত হই গিয়ে (নজু মিয়ার হাট শহর হয়ে গেছে, শহর বিদেশের মতো উন্নত হয়েছে)।” ভবিষ্যতে দেশের আরও উন্নতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে তাঁর পৈতৃক বাড়ি ‘হাজী এম নজুমিয়া সওদাগর বাড়ি’ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় সপ্তাহ খানেক ধরে বাড়িটিতে সংস্কার, ধোঁয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলে।
নিরাপত্তাজনিত কারণে সাধারণের প্রবেশাধিকার সীমিত থাকলেও এলাকার সন্তানকে এক নজর দেখতে বহু মানুষ অনুষ্ঠানস্থলের আশেপাশে ভিড় জমান। স্থানীয়রা জানান, নিরাপত্তার জন্য বিকেল চারটার পূর্ব থেকে কাপ্তাই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর একবার গ্রামের বাড়িতে এসেছিলেন ড. ইউনূস, তখন এলাকাবাসী তাঁকে সংবর্ধনা দিয়েছিল। এরপর ২০১৭ সালে তিনি শেষবার গ্রামের বাড়ি ঘুরে যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর দীর্ঘ আট বছর পর এই প্রথম তিনি নিজ গ্রামে এলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল পাঁচটায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছান ড. ইউনূস। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করার পর তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে সন্ধ্যার পর বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন বলে জানা গেছে। গ্রামের বাড়ি যাওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখা পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সফরসঙ্গী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর