আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যরাতে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫১


আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও ভয়ংকর আকার ধারণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে চালানো ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা।

আজ বুধবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে সেখানে চিকিৎসা নিতে আসা এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন নিহত হন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এমন পরিস্থিতি কখনোই আসবে না, যেখানে আমরা যুদ্ধ বন্ধ করব।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৭২১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ।

তবে দেশটির সরকারি মিডিয়া অফিসে গাজায় মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর